অরণ্যে আকাশে

নিলয় রফিক

মাটির পোড়া শরীর, বিছানায় বিষাদে সরোদ
জললিপি ভাগ্যঘাটে নিশাচর পাখির মতন
স্বাদ নেই মুখে টক! মুঠোফোনে শব্দের শূন্যতা
স্বার্থের পাঁজর খোঁজে, অসময়ে অন্ধের দেয়াল।

জ্বরবিকেলে উঠানে, ঘুমবৃক্ষের গুপ্ত রূপ
চমকে উঠি হৃদয়ে, পাতাশিরা বিষের তাণ্ডব
নদীতে আগুনঢেউ, পুড়ছে ঝাউবন
চৌরঙ্গী সড়কে মোড়ে পরজীবী তুমুল আলাপ
বয়সের ভারে মাতাল, কথার সৌন্দর্য রৌদ্র খরা
বৈশাখে বাতাসে মাকালের ছলনা দেখে,
দূরে, অরণ্যে আকাশে।

—————–

Read Previous

ট্রান্স-সাইবেরিয়ান রেলভ্রমণ

Read Next

রাত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular