মেহেদী ইকবাল
কেউ শ্বাস নিচ্ছে কেউ নিতে চাইছে শ্বাস
পাতা ঝরার মুহূর্তে কিছু হাওয়া হাততালি দেয়
কেউ খুব মৌন
দাঁড়িয়ে থাকে নিঃশব্দে।
প্রান্তরে ছড়িয়ে আছে সকাল
আদিগন্ত সরিষা ক্ষেতে উড়ছে মৌমাছি কিছু।
কেউ শ্বাস নিচ্ছে কেউ নিতে চাইছে শ্বাস
ছোট ছোট স্বপ্নগুলোর কত সাহস
ওরা ঘুরে বেড়াচ্ছে সারারাত কীটপতঙ্গের সাথে
আমি শুনছি গান আশ্চর্য আর বিরতিহীন
শুনতে ভালোই লাগে
একেকজনের পছন্দ আসলে একেক রকম।
বোকা একটা বেড়াল নেমে এসেছে রাস্তায়
একটু দুধ আর আলোর ঝলকানি
বড় একটা হাতির ভাস্কর্য আর ঘোড়া
আমি চিন্তিত কানের পর্দা নিয়ে!
পাতা ঝরার মুহূর্তে আমার কী করার আছে
শুধু দেখে যাওয়া ছাড়া!
——————-