আর্কাইভকবিতা

রাত

স্নিগ্ধা বাউল

প্রলোভনের যে বেদনা আদতে লুকিয়ে
ঘাসের জমিনে সাদা ডিম হয়ে গেছে
আরও গিয়েছে কাকের ডানায়
সারসের ঠোঁটের কাছে নরম মাছ হয়ে
প্রতিদিন―দৈহিক অপেক্ষায়;
এ পৃথিবী তারে জানায়নি সুখ,

ধূসর আকাশের ভারে নুয়ে পড়ছে
মেঘের শরীর
দেবদারুর ভারে পায়ের ছাপ―
এই পৃথিবীর বয়স আজ হাজারখানেক
চোখের সমান তার ইতিহাস ;

নারীর লোভের মতো বেঁচে থাকে ইচ্ছারা
বাঁচিয়ে রাখে মরে যাওয়া মন
এই পৃথিবী কথা বলে তবে
কথা বলে অবিকল কবির মতন

—————

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button