আর্কাইভকবিতা

গুচ্ছকবিতা : সাজ্জাদ আরেফিন

প্রেম ও প্রেমহীনতার গল্প

এক.

ঘরে ফেরা কিংবা নিজের কাছে

যাযাবর মন তাড়িয়ে বেড়ায়

আমার হয় না―

জোড়াতালি দিন কেটে যাবে ভেবে

মহুয়া-বনের মৌমাছি

গান ধরে―

কানে বাজে―দূর

অজানা নূপুর ধ্বনি―

দুই.

ক্রূর বৃষ্টির দিন

আপনার অচেনা শহরে

কীভাবে বাড়াই পা

মনকে খুঁজে আনি

তিন.

লক্ষ্য উপলক্ষ্য নেই

স্থির বিশ্বাসের ঘর

না―নেই

পতিত জমিন

আগাছাদের দখল দখল খেলা

দেখে যাওয়া দিনের দর্শক

চার.

প্রতিদিন মন

একটি স্টেশনে এসে দাঁড়ায়

ব্যস্ত যাত্রী এক―ব্যাকুল

ট্রেনের অপেক্ষা

ট্রেন আসে ট্রেন যায়

অপেক্ষা―

স্থির বিন্দুতে দাঁড়িয়ে থাকে―


পাঁচ.

জীবন চলে

প্রকৃতির নিয়ম

মানে―মানে না

কখনও কখনও

সময় দাঁড়িয়ে থাকে

ঋষি এক

দেখে :

প্রেমÑ

প্রেমহীন

জীবনের রং

ছয়.

কেউ নই

তবু কেটে গেছে রাত-দিন

অনেকটা সময়Ñ

চলে যেতে যেতে মন বলে

কেউ নই তবে―

সাত.

কতটা আর এগোনো যায়

কানাকড়ি দিনের শুরু

কখনও কখনও

সীমা না জানাই ভালো

হিসেব-নিকেশের বিধিনিষেধ―

বেলাশেষে ঘুরে-ফিরে

রামকানাই―

আট.

রাত নামে―বৃত্তের দেয়াল

মুছে গেলে

পাখিদের কাকলি-মুখর

নতুন পৃথিবী জাগে

অবিশ^াসী মন

ঘুরে-ফিরে একই বৃত্তে ফিরে

নয়.

একটু দাঁড়াও না

পরিচয় মুছে―

প্রকৃতিও তো কখনও কখনও

দাঁড়ায়―

না দুপুর না বিকেল

এমন উদারতায়―

দশ.

সাহসে দাঁড়াই―

প্রতিদিন দাঁড়াতে চাই

ভাবি একদিন ঠিক পৌঁছে যাব

ইচ্ছের কাছাকাছি―

এগারো.

মানুষ আনন্দে

মানুষ সন্দেহে

আলো জ্বালে

আলোর কোনও মন নেই

আলোর ধর্ম স্পষ্ট করা

কেবল দেখতে সাহায্য করা

কখনও দেখাতে পারে

কখনও পারে না

বারো.

মন এক

অতল জলের নদী

খুঁজি―

খুঁজি―

খুঁজি―

আর ডুবতে থাকি

তেরো.

মুখে বিষের নহর

শরীরে প্রাগৈতিহাসিক

অসুরের রক্তেরা নাচে―

মাতাল নাচে

আর আমি বারবার

সভ্যতার কাঠগড়ায়

বিনীত দাঁড়াই―

চৌদ্দ.

সময়ের বাইরের আরেকটা সময়

স্থির জীবনের পাশাপাশি

আরেকটা জীবন

প্রবল দাঁড়িয়ে থাকে

হাতছানি দেয়―

অনড় স্থবির পথিক

শুধু দেখে

জীবন-মৃত্যুর নিপুণ শিল্পকলা

—————–

সচিত্রকরণ : রজত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button