আর্কাইভবিশেষ আয়োজন

পুরস্কার : ব্র্যাক ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কার ২০২৩

ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার-২০২৩ পেয়েছেন ৪ লেখক। পুরস্কারপ্রাপ্তরা হলেন : আজীবন সম্মাননায় হাসনাত আবদুল হাই। এ ছাড়া প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদে আমিনুল ইসলাম ভুঁইয়া; কবিতা ও কথাসাহিত্যে ধ্রুব এষ এবং তরুণ সাহিত্যিক হিসেবে উম্মে ফারহানা। রাজধানীর একটি হোটেলে ৪ জুন একটি জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘আমাদের ইতিহাস ঐতিহ্য আছে, সেখান থেকে আমাদের চিন্তা করতে হবে। আর সেই কাজটি করবেন আমাদের কবি, সাহিত্যিক ও চিন্তকরা। এ ধরনের পুরস্কারে চিন্তকরা প্রেরণা পাবে।’

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আজীবন সম্মাননা বিজয়ী পেয়েছেন ৫ লাখ টাকা। প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ এবং কবিতা ও সাহিত্যে প্রত্যেকে ২ লাখ টাকা করে পেয়েছেন। তরুণ সাহিত্য পুরস্কার বিজয়ী পেয়েছেন ১ লাখ টাকা। এ ছাড়া উত্তরীয়, ক্রেস্ট ও সম্মাননা পান।

দৈনিক সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্র্যাক ব্যাংকের ভাইস-চেয়ারম্যান ফারুক মঈনুদ্দীন, নির্বাচক অধ্যাপক ফয়জুল লতিফ চৌধুরী, পুরস্কার বিজয়ী হাসনাত আব্দুল হাই, আমিনুল ইসলাম ভূঁইয়া, ধ্রুব এষ প্রমুখ।

সবার উপরে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে ধ্রুষ এষ। রবীন্দ্রদাড়ি মুখে ধ্রুবর প্রত্যয়দীপ্ত চোখ ঘোষণা করছে সাহিত্যে নিরীক্ষাধর্মী আরও বহু কাজ করে যাবে সে। বিদ্যাপ্রকাশ থেকে প্রকাশিত আমাদের পরাবাস্তব টাউনের দিনরাত্রি উপন্যাসের জন্য এই পুরস্কার অর্জন করে ধ্রুব প্রমাণ করেছে কেবল দেশের শীর্ষ চিত্রকর ও প্রচ্ছদশিল্পীই নন, তাঁর কলমও  সৃষ্টিশীল উন্মাদনায় মেতে থাকে। রংতুলির এই সৃজনশীল মানুষটার ভিতরে লুকিয়ে আছে শব্দতুলির অন্য এক শক্তি আর তা যথাযথভাবে আবিষ্কার করেছে সমকাল। জুড়িবোর্ডকেও অভিনন্দন জানাই। তাঁর সুস্থতা কামনা করছি।

তরুণ কথাসাহিত্যিক উম্মে ফারহানা ঐতিহ্য থেকে প্রকাশিত টক টু মি গল্পগ্রন্থের জন্য নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। বিজয়ী সবাইকে অভিনন্দন।

―শব্দঘর ডেস্ক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button