ট্রান্স-সাইবেরিয়ান রেলভ্রমণ
শাহাব আহমেদ অরল্যান্ডো এয়ারপোর্ট থেকে উড়ে আসি ভিয়েনায়। অনিন্দ্য, আমি, শ্বেতা। যাব বেইজিং। চীনে সাকুল্যে চারদিন কাটিয়ে ট্রান্সসাইবেরিয়ান রেল ভ্রমণ শুরু হবে। মঙ্গোলিয়া হয়ে সাইবেরিয়া দিয়ে রাশিয়ায় ঢুকব, তারপরে বিভিন্ন শহর দেখতে দেখতে যাব মস্কো।