সারওয়ার-উল-ইসলামের ছড়া : টুঙ্গিপাড়ার খোকা

ক্রোড়পত্র : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
শোকাঞ্জলি
সারওয়ার-উল-ইসলামের ছড়া
টুঙ্গিপাড়ার খোকা
বাইগার নদী ছিল
টুঙ্গিপাড়ায়-
দু’পাড়ে হিজল গাছ
দু’হাত বাড়ায়।
দাদির আদুরে নাতি
‘মিয়া ভাই’ নামে-
ছিলেন সবার কাছে
পরিচিত গ্রামে।
চিন্তার শেষ নাই
আহারে দাদির!
শরীরটা ভাল হবে
কিভাবে নাতির।
টুঙ্গিপাড়ার খোকা
ছিপছিপে নাতি
জ্বালালেন বাঙালির
মুক্তির বাতি।