শব্দের শহর ঢাকা

বদরুল হায়দার

শব্দের শহর ঢাকা তবুও বকেয়া থাকে
প্রিয়াদের হাজারো না বলা কথা।
শত সমঝোতা নৈঃশব্দের অপ্রিয় ব্যথা
নত উদারতা শেষে বঙ্গাব্দের সেলিব্রেট ক্রাইসিসে
প্রতিটি প্রহরজুড়ে ছিটমহল আঙ্গরপোতা
প্রতারিত জীবন-খাতায় লিখে হার-জেতা।
লেনাদেনার বেড়াজালে হৃদয়-শহরে
শাপ-বরে প্রীতি কূটনীতি চালে
সমস্যা ও সম্ভাবনা বাস করে রসাতলে।
সব ফাঁকা শুধু বাঁকা চোখে রঙিলা নাটকে
প্রতিযোগিতার নাকানি চুবানি মেখে
শাঁখা ও চুঁড়ির গোঁজামিলে হয়েছে অপরিচিতা।
ঝাকানাকা ঝনঝন পাকা মনে ঢাকা
গা ঢাকা কৌশলে আঁকাবাঁকা রেখা টেনে
ইটেঘেরা টাকার পাহারা মেনে
টমটমের ওজনে ধরে রাখে আল্লারাখা।

——————-

Read Previous

পরির নজর

Read Next

ভালোবাসি বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular