বদরুল হায়দার
শব্দের শহর ঢাকা তবুও বকেয়া থাকে
প্রিয়াদের হাজারো না বলা কথা।
শত সমঝোতা নৈঃশব্দের অপ্রিয় ব্যথা
নত উদারতা শেষে বঙ্গাব্দের সেলিব্রেট ক্রাইসিসে
প্রতিটি প্রহরজুড়ে ছিটমহল আঙ্গরপোতা
প্রতারিত জীবন-খাতায় লিখে হার-জেতা।
লেনাদেনার বেড়াজালে হৃদয়-শহরে
শাপ-বরে প্রীতি কূটনীতি চালে
সমস্যা ও সম্ভাবনা বাস করে রসাতলে।
সব ফাঁকা শুধু বাঁকা চোখে রঙিলা নাটকে
প্রতিযোগিতার নাকানি চুবানি মেখে
শাঁখা ও চুঁড়ির গোঁজামিলে হয়েছে অপরিচিতা।
ঝাকানাকা ঝনঝন পাকা মনে ঢাকা
গা ঢাকা কৌশলে আঁকাবাঁকা রেখা টেনে
ইটেঘেরা টাকার পাহারা মেনে
টমটমের ওজনে ধরে রাখে আল্লারাখা।
——————-