কেন নাম হলো

জাফর সাদেক

কল্পনা কতদূর নিতে পার, খুব বেশি হলে পাহাড়
তার পর অবশ্যই সমুদ্র
তবে তাকে নিতেই হবে স্নানঘরে শেষ পর্যন্ত
পেঁপে পেকে যাওয়ার মুহূর্তে খুঁজতে থাকে
ছায়াঘর

সূর্য তখন ভোগের ছিন্নভিন্ন দেহ পাখিদের দিয়ে
চলে যায় নিজস্ব নিবিড় অন্ধকারে
আঁধারেও নামতে নামতে আলোর কল্পনা থাকতে পারে

কল্পনার কাছে সূর্য হাসছেÑস্নানঘাটে বিকেল নামিয়ে
তারপর ধরে রাতের পথ
অন্যপাশে সানবাথ অনেক বিকিনি সৈকত

প্রতিটি বিকিনি সৈকতের জন্য পক্ষপাত আছে সূর্যের
বিশেষ করে পৃথিবীর যে-সৈকত গুরুত্ব দেয় অর্গল সামার
আমার নিজের ধারণা শীতের অনেককিছুই শীতের নয়
অনেকটা মরুর জরায়ুর বাইপ্রডাক্ট

একবার শীতের সাগরে ভোরের কুয়াশা নিয়ে হাঁটছি বেশ
কানে এক তরুণীর অবিরাম শীৎকার
কুয়াশা সরিয়ে দৃষ্টিতে এলো গ্রুপসেক্সÑপুরুষ তিন কুকুর

আমি প্রাণপণ চেষ্টা করছি সূর্যকে প্রকাশ্যে আনতে
দৌড়াচ্ছি মাঘের বাতাস সরিয়ে, সাগর তখনও নিদ্রায়
সেই থেকে সৈকত নামটা পাল্টে দিই
সূর্যের সাথে বনিবনার আশা ছেড়ে, হই জাফর সাদেক

—–

Read Previous

The Invisible City

Read Next

ভোঁদড়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular