অঞ্জনা সাহা
ভবঘুরে চাঁদকে বেশ রহস্যময় বলে মনে হয়!
অথচ পূর্ণিমা ছাড়া তার আলোকিত শরীর
সে কোন্ মায়াজালে ঢেকে রাখে
তার হদিশ মেলা ভার!
চন্দ্রকলার কৃষ্ণপক্ষকালে
ক্রমাগত উন্মোচিত দৃশ্যাবলি দেখে মনে হয় :
প্রতিটি রাত্রিব্যেপে প্রস্ফুটিত হতে হতে
আলোর কুসুমে পরিণত হয়ে গেলে
চন্দ্রভুক রাত খুশিতে ঝলমল করে ওঠে!
চরাচরে শান্তি নেমে আসে!
নদী তার বুক ভাসিয়ে দেয় জোয়ারের জলে।
শাশ্বতকালের এই মহামিলনের খেলা
বয়ে চলে আবহমান আকাশ-সমুদ্দুরে!
———————